Madan Mitra: ‌মেজাজে মদন, মন্দারমণি সৈকতে গাড়ি চালিয়ে নয়া বিতর্কের মুখে কামারহাটির বিধায়ক

আজকাল ওয়েবডেস্ক:‌ ফের বিতর্কে মদন মিত্র।

এবার মন্দারমণির সৈকতে গাড়ি চালিয়ে বিতর্কে জড়ালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। 
জানা গেছে দুর্গাপুজোয় সপরিবারে মন্দারমণি ঘুরতে গিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সমুদ্র সৈকতেও স্বমেজাজে তিনি। লালরঙের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। চলে যান সমুদ্র সৈকতে। তাঁর সঙ্গে কয়েকজন যুবক ছাড়াও ছিল তাঁর নাতি। গাড়ির উপরে নাতিকে বসিয়ে সমুদ্র সৈকতে ঘোরেন বিধায়ক। চালকের আসনেও দেখা গিয়েছে তাঁকে। সমু্দ্র সৈকতে গাড়ি চালানোর জেরেই এবার বিতর্কের মুখে মদন মিত্র। কারণ, বছর কয়েক আগে সৈকতে একাধিক দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দারমণি সৈকতে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়। সেই নিষিদ্ধ জোনেই গাড়ি চালানোর অভিযোগ উঠেছে মদনের বিরুদ্ধে। 
আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন মদন। মহালয়ার দিন মদন এমন কাণ্ড করেছিলেন যে স্বয়ং ফিরহাদ হাকিম বলেছিলেন, দল এরকম ছ্যাবলামি বরদাস্ত করে না। এবার মদনের এই আচরণের নিন্দা করেছে রাজ্য বিজেপি। 

আরও পড়ুন:‌ গুরুতর অসুস্থ মুলায়ম, যাবতীয় সাহায্যের আশ্বাস মোদির
 

আকর্ষণীয় খবর