আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ১০ হাজারের নীচে নামল সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৫৪ জন। যা বৃহস্পতিবারের থেকে প্রায় দু’হাজার কম। সুস্থ হয়েছেন ১৯ হাজার ১১২ জন। যার ফলে কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা। শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ১ লক্ষ ৩৪ হাজার ৮১৬। স্বস্তির বিষয় এই যে গত ২৪ ঘণ্টায় টেস্টের সংখ্যা বাড়লেও নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। যার ফলে কমেছে পজিটিভিটি রেটও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে মোট ৭২ হাজার ৭৩৮ জনের। একদিনে পজিটিভিটি রেট ৪ শতাংশ কমে হল ১২.৫৮ শতাংশ। সুস্থতার হার কিছুটা বেড়ে হয়েছে ৯২.০৪ শতাংশ। উল্লেখ্য, এর আগে ১৭ জানুয়ারি ১০ হাজারের নীচে ছিল দৈনিক সংক্রমণ। তবে সেদিন টেস্ট হয়েছিল মাত্র ৩৫ হাজার মানুষের।
আরও পড়ুন: কমছে কলকাতার জলস্তর, শহরে দেখা দেবে তীব্র জলসঙ্কট, আশঙ্কা ভূমিধসেরও! উপায়?
এদিকে কলকাতাতেও কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৫ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৭ জন। অন্যদিকে, এই দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তবে হাওড়ায় হঠাৎ করে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় মৃত্যু হয়েছে ১১ জনের। তবে সামগ্রিকভাবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ও পজিটিভিটি রেট কমায় কিছুটা হলেও স্বস্তি মিলছে।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের