আজকাল ওয়েবডেস্ক: এসএসসি ও টেট নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য।
ইতিমধ্যেই একাধিক মন্ত্রীকে জেরা করেছে সিবিআই। এই পরিস্থিতিতে সল্টলেক করুণাময়ীতে বাম ছাত্র–যুবদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। এসএসসি দপ্তর অভিযানে যাওয়ার পথে বাম ছাত্র–যুবদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রা। পুলিশ তাঁদের আটকে দেয়। চলে ধরপাকড়।
সর্বস্তরে স্বচ্ছ নিয়োগ ও এসএসসি–টেটে অভিযুক্ত নেতা–মন্ত্রীদের গ্রেপ্তারির দাবিতে শুক্রবার এসএসসি দপ্তর অভিযানের কর্মসূচি ঘোষণা করেছিল এসএফআই, ডিওয়াইএফআই–সহ একাধিক বাম ছাত্র–যুব সংগঠন। শুক্রবার সল্টলেকের সিটি সেন্টারের সামনে জমায়েত হন ছাত্র–যুবরা। মীনাক্ষীর নেতৃত্বে এসএসসি দপ্তরের দিকে এগোতে থাকে মিছিল। পথেই পুলিশ তা আটকে দিলে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন ছাত্র–যুবরা। ধরপাকড় শুরু করে পুলিশ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী এলাকা। ডিওয়াইএফআইয়ের তরফে দাবি করা হয়েছে, মিছিল চলাকালীন ধরপাকড় শুরু করে পুলিশ। এক কমরেড অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গেছে। ডিওয়াইএফআইয়ের দাবি, অন্তত দেড়শো জনকে আটক করা হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা মীনাক্ষীকেও পুলিশ জোর করে তুলে নিয়ে যায় বলে দাবি করেছে ডিওয়াইএফআই।
আরও পড়ুন: অনলাইনে পরীক্ষার দাবিতে ফের বিক্ষোভ পড়ুয়াদের
Mir Afsar Ali: এত বছরের 'জার্নি' শেষ! মির্চি ছাড়লেন মীর
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Thief In Kalighat: রথযাত্রার দিন কালীঘাটের এই বাড়িতে চুরি করতে এসেছিল চোর, তারপর যা হল...
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের