Paresh Rawal: ফের বিপাকে পরেশ রাওয়াল, বাঙালি-বিদ্বেষী মন্তব্যের জেরে এফআইআর দায়ের কলকাতা পুলিশের

আজকাল ওয়েবডেস্ক: আবারও আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা ও বিজেপি সাংসদ পরেশ রাওয়াল।

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে বাঙালি-বিদ্বেষী মন্তব্যের পর, তাঁর বিরুদ্ধে দিন কয়েক আগেই এফআইআর দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একই পথে হেঁটে এবার পরেশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ। 
গত মাসে পরেশ রাওয়াল টুইট করেছিলেন, 'বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম যথেষ্ট বেশি, তবে এই দাম কমে যাবে। সাধারণ মানুষের কর্মসংস্থানও হবে। কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশিরা আপনাদের পাশেই বসবাস শুরু করলে কী হবে? তখন আপনি গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? গুজরাটের মানুষ মূল্যবৃদ্ধি সহ্য করে নেবে, কিন্তু এটা নয়…' যদিও এই মন্তব্যের জন্য ২ ডিসেম্বর তিনি ক্ষমা চান। কিন্তু বিতর্ক এখনও থামেনি। 
পরেশ রাওয়ালের বিরুদ্ধে ১৫৩ (অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি), ১৫৩এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার), ১৫৩বি (ভাষাগত বা জাতিগত গোষ্ঠীর অধিকার অস্বীকার করা), ৫০৪ (উস্কানির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিনেতার মন্তব্য খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

আকর্ষণীয় খবর