আজকাল ওয়েবডেস্ক: ফের রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
তাঁর দাবি, বাংলায় তিনি মাথা নিচু করে বাস করছেন। রাজ্যপালের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল।
শুক্রবার এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ‘এই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর। রাজ্যপাল হওয়া সত্ত্বেও রাজ্যে মাথা নিচু করে বাস করছি। এই রাজ্য এখন সাংবিধানিক দিক থেকে ত্রিশঙ্কু অবস্থায় পরিণত হয়েছে। কলকাতা আর সিটি অফ জয় নেই। কলকাতা এখন সিটি অফ রিটায়ার্ড। এই রাজ্যের প্রতিভারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন। পেশাদাররা এখানে চাকরি পান না। রাজ্যের শেষ অবস্থা চলছে। আমি ব্যথিত।’ ধনখড়ের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘রাজ্যপাল পদকে সম্মান করি। কিন্তু কেউ রাজ্যকে অপমান করবে, তা মেনে নেওয়া যায় না। বাংলার সরকার ভাল কাজ করছে বলেই তো কেন্দ্রের থেকে একাধিক পুরস্কার পাচ্ছে। রাজ্যপাল হয়ত না জানেন না, কিংবা মিথ্যে বলছেন। রাজ্যের এক জায়গায় শুধুমাত্র অবনতি হয়েছে। তা হল রাজ্যপাল পদের।’ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করেননি। তাঁর কথায়, রাজ্যপাল বাংলার অপমান করছেন। এটা মেনে নেওয়া যায় না। তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করেছেন। তাঁর মতে, রাজ্যের অবস্থা যা দেখছেন রাজ্যপাল, তিনি তাই বলেছেন।
আরও পড়ুন: দু’বার সিবিআই হেফাজতের পর জেলে পাঠানো হল অনুব্রতর দেহরক্ষীকে
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা