আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ স্বামী খুনই করে ফেলল স্ত্রীকে।
ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট এলাকায় ষষ্ঠীর রাতে।
ষষ্ঠীর সন্ধেয় মদ্যপান করে বাড়ি ফিরেছিল স্বামী। যা নিয়ে বিরক্তি দেখায় স্ত্রী। কিন্তু বুঝতে পারেনি যার পরিণতি এত ভয়ঙ্কর হতে চলেছে। মৃতার নাম বেরশো লাকরা (৪৫)। নিউ ডুয়ার্স চা বাগানের হাসপাতাল লাইনের বাসিন্দা। ঘটনায় অভিযুক্ত স্বামী সমীর বারাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে বানারহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ষষ্ঠীর রাতে অতিরিক্ত মদ্যপান করেছিল অভিযুক্ত সমী বারা। বাড়ি ফেরার পর স্বামীর অতিরিক্ত মদ্যপান নিয়ে আপত্তি জানান স্ত্রী। শুরু হয় তর্কাতর্কি। আচমকাই মদের বোতল দিয়ে স্ত্রী বেরশোর মাথায় আঘাত করে সমীর। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বেরশো। সারা রাত ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল তাঁর দেহ। সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বামীকে। মৃতদেহ ময়নতদন্তে পাঠানো হয়।
আরও পড়ুন: মোদি রাজ্যে কেজরির দিকে উঁড়ে এল জলের বোতল
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের