আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা।
পাশাপাশি কোনও বার যদি নির্দেশ অমান্য করে হুক্কা বিক্রি করে তাহলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা। জানা গিয়েছে, শহরের হুক্কা বারগুলিতে হুক্কার সঙ্গে মাদক মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে কর্পোরেশনে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।
শুক্রবার ফিরহাদ জানান, নতুন করে কোনও হুক্কা বারকে লাইসেন্স দেওয়া হবে না। যে সমস্ত হুক্কা বারের তথ্য 6রয়েছে সব জায়গায় হুক্কা বিক্রি বন্ধ করতে হবে। পুরসভা থেকে জানানো হয়েছে, হুক্কা বারে ভিড় জমায় মূলত যুব সমাজ। মাদক মিশিয়ে দেওয়ার ফলে আসক্তি বাড়ছে তাদের। এটা বন্ধ করতেই এই কড়া সিদ্ধান্ত। পাশাপাশি, সমস্ত রেস্তোরাঁর খাবারের গুণগত মান নিয়ে নজরদারি করার কথা জানিয়েছেন কলকাতার মেয়র। প্রত্যেক রেস্তোরাঁয় খাবার খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দল পাঠানো হবে পুরসভার তরফে। কোনও ভাবেই যাতে সমাজের কোনও ক্ষতি না হয় সে কারণেই কঠোর হয়েছেন কর্মকর্তারা।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের