Arrest: ‌‌যৌনতার ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেপ্তার হাড়োয়ার বিজেপি নেত্রীর মেয়ে

আজকাল ওয়েবডেস্ক:‌ যৌনতার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা।

প্রতারিতদের তালিকায় রাজনৈতিক নেতা থেকে আছে পুলিশও। গ্রেপ্তার করা হয়েছে হাড়োয়ায় বিজেপির মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়ের মেয়ে প্রিয়াঙ্কাকে (‌২৬)‌। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার রাখালপল্লির ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার প্রিয়াঙ্কাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। 
অভিযোগ, প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরেই এই কাজ করে এসেছেন। উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকের বিভিন্ন থানা এলাকায় রাজনৈতিক দলের নেতাদের ‘হানি ট্র্যাপে’ ফেলেছেন তিনি, এমনই অভিযোগ। প্রথমে মোবাইলে কথাবার্তা, তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ছবি আদানপ্রদানের পর দেখা করা। এরপরই ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হওয়া। সবটাই ছিল নিখুঁত পরিকল্পনা। এমনকী বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা হাড়োয়া বিধানসভার বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধেও ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা। এরপর গ্রেপ্তারও করা হয় বিজেপি নেতাকে। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের প্রতারণা করেও লক্ষ লক্ষ টাকা কামিয়েছে প্রিয়াঙ্কা, অভিযোগ রয়েছে এমনই। স্বরুপনগর থানা অভিযোগ পেতেই গ্রেপ্তার করে প্রিয়াঙ্কাকে। তাঁর বিরুদ্ধে বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম থানায় মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, জেরায় প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন প্রিয়াঙ্কা। তবে তাঁর মা নমিতার দাবি, মেয়েকে ফাঁসানো হয়েছে। 

আকর্ষণীয় খবর