আজকাল ওয়েবডেস্ক: উত্তর দিনাজপুরের সংরক্ষিত আসন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হেমতাবাদের বালিয়ামোড়ে। এদিন সকালে বালিয়ায় দেবেন্দ্রনাথের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বালিয়ামোড় বাজারের একটি দোকানের সামনের বারান্দায় তাঁর দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিধায়কের পরিবার বয়ানে পুলিশকে বলেছে, রবিবার রাতে কয়েকজন ব্যক্তি দেবেন্দ্রনাথকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ ছিলেন দেবেন্দ্রনাথ। তারপর সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
প্রাক্তন সিপিএম কর্মী দেবেন্দ্রনাথ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হেমতাবাদ সংরক্ষিত আসনে সিপিএম–এর হয়েই দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন। তারপর ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন।
Aajkaal © 2017