Halishahar Blast: ‌বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল, এখনও নিখোঁজ একজন 

‌আজকাল ওয়েবডেস্ক:‌ হালিশহর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল।

শুক্রবার সকালে গঙ্গা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। মৃতের সংখ্যা বেড়ে হল দুই। এখনও নিখোঁজ একজন। এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান সিআইডি, ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াড। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় গঙ্গায়। এরপরই উদ্ধার হয় নিখোঁজ রোহিত চৌধুরীর দেহ। জানা গিয়েছে, মৃতের বয়স ২০ বছর। ইতিমধ্যেই যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খোঁজ চলছে নিখোঁজ অপরজনের। এদিকে, বিস্ফোরণ কাণ্ডে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মাটির তলায় মজুত করা ছিল প্রায় ১৭–১৮ টি বোমা। কোনওভাবে ফেটে যায় সেগুলি। কিন্তু সাধারণত আঘাত না লাগলে বোমা ফাটার কথা নয়। সেক্ষেত্রে মজুত করা বোমা সরানোর সময় বিস্ফোরণ ঘটেছে কি না সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হচ্ছে স্থানীয়দের সঙ্গে। গতকাল রাতেই বিস্ফোরণ কাণ্ডে বিট্টু জয়সওয়াল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন:‌ ১২ বিজেপি বিধায়কের সাসপেন্ডের সিদ্ধান্ত অসাংবিধানিক, মহারাষ্ট্র বিধানসভার সিদ্ধান্ত বাতিল করল শীর্ষ আদালত  


বৃহস্পতিবার বিকেলে হালিশহর কোনা কলোনি এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। জানা যায়, গঙ্গার ধারে জগন্নাথ ঘাটের সামনে বিস্ফোরণ ঘটেছে। ঘাটের সামনে জখম অবস্থায় পড়ে কয়েকজন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধেয় মারা যায় একজন। খোঁজ মিলছিল না দু’জনের। এদিন আর একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। 


 

আকর্ষণীয় খবর