Gautam Deb: ‌দীর্ঘদিন পর দলীয় কর্মসূচিতে গৌতম দেব!‌ সক্রিয় রাজনীতিতে ফিরছেন সিপিএম নেতা?‌ 

আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘদিন পর দলীয় কর্মসূচিতে দেখা গেল গৌতম দেবকে।

তবে কি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা?‌ দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে সল্টলেকে শুক্রবার এক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গৌতম দেব। এরপরই শুরু হয় জল্পনা। এটা ঘটনা ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের সাফল্য নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল যুবদের তরফে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন গৌতম দেব। এদিকে, সিপিএমের সদস্য সংখ্যা কমলেও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সদস্য সংখ্যা গত দু’বছরে প্রায় ২ লক্ষাধিক বেড়েছে বলে সংগঠন সূত্রে খবর। সংগঠন সূত্রে খবর, কলকাতা ছাড়া সমস্ত জেলাতেই সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমনকি উত্তরবঙ্গেও ডিওয়াইএফআইয়ের অগ্রগতি ভাল। ২৭ বছর পর কলকাতায় হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। বৃহস্পতিবার প্রকাশ্য সমাবেশের পর শুক্রবার থেকে সল্টলেকের ইজেডসিসি–তে সম্মেলন শুরু হয়েছে।
দলীয় সূত্রে খবর, বড় কোনও পরিবর্তন না হলে ডিওয়াইএফআইয়ের পরবর্তী সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আসছেন বাংলার যুব নেতা হিমঘ্নরাজ ভট্টাচার্য। কেরলের এ এ রহিম কয়েক মাস আগেই সর্বভারতীয় সভাপতি হয়েছেন। তিনি রাজ্যসভার সাংসদও। শুক্রবার সল্টলেকের ইজেডসিসি–তে সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণী সংবাদমাধ্যম এশিয়ানেটের প্রতিষ্ঠাতা সম্পাদক পি শশীকুমার। বক্তব্য রাখেন মহিলা নেত্রী মারিয়াম ধাবালে, কৃষক সংগঠনের তরফে হান্নান মোল্লা, সিটুর তপন সেন, এসএফআইয়ের ময়ূখ বিশ্বাস। 

আরও পড়ুন:‌ চোরাশিকারিদের গুলিতে নিহত ৩ পুলিশ, উদ্বিগ্ন প্রশাসন

আকর্ষণীয় খবর