মিল্টন সেন, হুগলি: ধূপ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিমেষে পুড়ে ছাই ইলেকট্রিক সরঞ্জামের দোকান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে, হুগলির বৈঁচি বাজারে। ভস্মীভূত হয়েছে কয়েক লক্ষ টাকার সরঞ্জাম। বুধবার রাত আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালির সুশান্ত চক্রবর্তী। দোকানের উপরেই পরিবার নিয়ে থাকেন তিনি। রাত এগারোটা নাগাদ পোড়া গন্ধ পেয়ে বেরিয়ে আসেন। ঘরে কিছু না পেয়ে, জানালা খুলে দেখেন নিচে দোকান থেকে ধোঁয়ার কুন্ডলি। সিঁড়ি বেয়ে নিচে নামতে পারেননি পরিবার নিয়ে। কোনওক্রমে বাড়ির চিলেকোঠার দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। নিজেরাই বালতি করে জল ঢালতে শুরু করেন আগুন নেভাতে। বৈঁচি ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা একটি স্কুটি সহ যাবতীয় সামগ্রী নষ্ট হয়। দোকান মালিক সুশান্ত চক্রবর্তী বলেন, দোকান বন্ধ করার সময় প্রতিদিন দোকানের কর্মচারী ধূপ জ্বালিয়ে দিয়ে যায়। পরে তা নিভিয়ে দেওয়া হয়। বুধবার রাতে তা আর নেভানো হয়নি। সেই থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান।
আরও পড়ুন: শীত–গ্রীষ্ম–বর্ষা, ওদের ভুখ মেটাতে মদনমোহনই ভরসা