আজকাল ওয়েবডেস্ক: দুর্ঘটনায় আহতকে ভর্তি করা নিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র ও এসএসকেএম কর্তৃপক্ষের মধ্যে বিবাদ চরমে।
শুক্রবার রাতের ঘটনাকে ঘিরে শনিবার মদনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে এফআইআর দায়ের করল এসএসকেএম কর্তৃপক্ষ। বিধায়কের বিরুদ্ধে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে শুভদীপ পাল নামে এক রোগীকে ভর্তির ব্যবস্থা করতে খোদ মদন মিত্র এসএসকেএমে যান। রোগী এই হাসপাতালেরই কর্মী। মদনের দাবি, রাতে দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্সেই রোগীকে ফেলে রাখা হয়। ভর্তি নেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ হয় মদন মিত্রের। দালালরাজের অভিযোগ তুলে এসএসকেএম বয়কটের ডাক দেন মদন। এমনকী দলের বহু নেতা, মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। শনিবার এই কাণ্ডে পদত্যাগের হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, বিধায়ক পদ ছেড়ে প্রয়োজনে টিউশনি করবেন। যদি রাতে কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর দলের সঙ্গে কোনও সংঘাত নেই বলেও জানান মদন মিত্র।
অন্যদিকে হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলা কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় এসএসকেএম কর্তৃপক্ষের তরফে। ট্রমা কেয়ার সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মদনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ।