আজকাল ওয়েবডেস্ক: গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্ত এনামুল হককে।
সিবিআইয়ের পর এবার তাঁকে গ্রেপ্তার করল ইডি। দিল্লিতে জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কোটি কোটি অবৈধ টাকা কোথায় গেল তা জানতে চান তদন্তকারীরা। জবাব না মেলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূ্ত্রে খবর। তদন্তে একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে। আজই আদালতে পেশ করা হবে এনামুলকে। সেখানে গরু পাচার কাণ্ডে তদন্তের জন্য তাঁকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। কে বা কারা এই টাকা পেয়েছেন, কোথা থেকে সেই টাকা এল, এর পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে কিনা তা জানতেই এনামুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জের! সপ্তাহান্ত মাটি করবে বৃষ্টি, শীতের বিদায় শুরু
উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে এনামুলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বছরখানেকেরও বেশি ধরে জেলবন্দি ছিলেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে এই চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম ছিল। এদিকে এই বছরের জানুয়ারি মাসে জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। মাসখানেক কাটতেই ফের তাঁকে গ্রেপ্তার করা হল। এদিকে এই তদন্তে সক্রিয় সিবিআইও। অভিনেতা দেব ও দেবের এক সিনেমার সহ প্রযোজককে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা