সোমনাথ নন্দী,ঝাড়গ্রাম: ফের রহস্যজনকভাবে মৃত্যু হল একটি স্ত্রী হাতির। ঘটনাটি ঘটেছে লালগড়ের কঁাটাপাহাড়ি ফরেস্ট বিটের পূর্ণাপাণি এলাকায়। পূর্ণাপাণির রাস্তার পাশে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষ। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে ছুটে আসেন বহু মানুষ। বন বিভাগের কর্তারা ঘটনাস্থলে আসেন। তঁাদের ধারণা, বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট কিংবা বিষ প্রয়োগে মারা গেছে কিনা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। জানা গেছে, গত কয়েকদিন ধরে লালগড়ের বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি হাতি ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে।
লালগড়ের কঁাটাপাহাড়ি জঙ্গলে মৃত হাতি। ছবি: প্রতিবেদক
Aajkaal © 2017