ED: নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’কে তলব ইডির

আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে তলব ইডির।

সূত্রের খবর, ইডির নোটিস পৌঁছে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে। ৩০ মে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। গত কয়েকমাসে তদন্তের গতির মাঝে উঠে এসেছ একাধিক ব্যক্তির নাম। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় বয়ানে ‘কালীঘাটের কাকু’র কথা উঠে আসে। 

তবে তাঁকে এই প্রথম তলব নয়। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তলব করেছে ‘কালীঘাটের কাকু’কে। শনিবারে তাঁর বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালায় ইডি। তল্লাশি শেষে বাজেয়াপ্ত করা হয়েছে  বেশ কিছু নথি। তল্লাশির পরে তাঁকে এবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ৩০ মে বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর সূত্রের। 

আকর্ষণীয় খবর