অতীশ সেন, বানারহাট: পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার ভারত–ভুটান আন্তর্জাতিক সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সামসী–চামুর্চী আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগান এলাকায়। এদিন ভোর হতেই স্থানীয় বাসিন্দারা বালতি–কলসি নিয়ে আন্তর্জাতিক সড়কে বসে পড়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে বানারহাট থানা ও চামুর্চী আউট পোস্টের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরাও আসেন। বহু আশ্বাসেও অবরোধ ওঠেনি। এরপর চামুর্চী পঞ্চায়েত অফিসে একটি বৈঠক হয়। এরপর বিকেলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চামুর্চী ও চুনাভাটি চা বাগানের ওই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বারবার স্থানীয় প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জানিয়ে লাভ হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। এলাকার মানুষজনকে তিন–চার কিলোমিটার দূর থেকে জল আনতে হয় বলে বাসিন্দাদের অভিযোগ। এদিকে, সকাল থেকেই অবরোধের জেরে ইন্দো–ভুটানের সীমান্ত রাস্তায় দুই দেশের গাড়ি আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় দশ ঘণ্টা পর ওঠে অবরোধ।