আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার কালীঘাটের এক বেসরকারি নার্সিং হোমের চিকিৎসক।
জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ওই তরুণী। চিকিৎসকের সঙ্গে সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মামলা দায়ের করায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে কালীঘাট থানানক পুলিশ গ্রেপ্তার করেছে ওই চিকিৎসককে।
পুলিশ সূত্রে খবর, তরুণীর সঙ্গে সহবাস করে তিনি অন্তসত্ত্বা হয়ে পড়লে অন্য জায়গায় বিয়ের খোঁজ চালাচ্ছিলেন চিকিৎসক। তরুণী ওই নার্সিং হোমেরই রিসেপশনিস্ট বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল দুজনের মধ্যে। এরই মধ্যে তরুণী বুঝতে পারেন তিনি অন্তসত্ত্বা। ওই চিকিৎসকও তাঁকে ক্রমশ এড়িয়ে যাচ্ছেন। বিয়ের কথা বললেও রাজি হননি তিনি। কালীঘাট থানায় অভিযোগ জানান তরুণী। তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয় কালীঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসককে।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের