আজকাল ওয়েবডেস্ক: দিঘা যাত্রা আরও আরামদায়ক হতে চলেছে পর্যটকদের কাছে।
আগামী মঙ্গলবার থেকে রাজধানী এক্সপ্রেসের বগি নিয়ে হাওড়া থেকে দিঘা যাতায়াত করবে তাম্রলিপ্ত এক্সপ্রেস। রেলের এই বগিগুলি যাত্রীদের নিরাপত্তার জন্যও কার্যকর। এটা ঘটনা, ভারতীয় রেল দূরপাল্লার ট্রেনে মূলত দুই রকমের বগি ব্যবহার করে। একটি আইসিএফ (ইনটেগ্রাল কোচ ফ্যাক্টরি) বগি ও অন্যটি এলএইচবি (লিঙ্ক–হফম্যান বুশ) বগি। জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি বগি অনেক বেশি আরামদায়ক ও সুরক্ষিত। আর আইসিএফ বগি সাধারণত হয় নীল রঙের। কিন্তু লাল বা অন্য রঙ দেখে চেনা যায় এলএইচবি বগি। সম্প্রতি আরও উন্নতমানের এলএইচবি বগি তৈরি শুরু হয়েছে ভারতে। সেগুলি প্রথম ব্যবহার হয় তেজস এক্সপ্রেস চালাতে। এখন রাজধানী এক্সপ্রেসেও তেজসের বগি ব্যবহার শুরু হয়েছে। রেলের পরিকল্পনা, আগামী কিছুদিনের মধ্যেই সব রাজধানী এক্সপ্রেস চলবে তেজসের বগি দিয়ে। আবার দেশের অনেক ট্রেনেই পুরনো আইসিএফ বগি সরিয়ে এলএইচবি বগি নিয়ে আসা হবে। সেই তালিকায় শুরুতেই রয়েছে বাংলার চার জোড়া ট্রেন। রেল সূত্রে খবর, ২৫ জানুয়ারি থেকে আপ ও ডাউন হাওড়া–দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যুক্ত হবে এলএইচবি বগি। ২৪ জানুয়ারি থেকে একই বগি যুক্ত হবে হাওড়া–পুরুলিয়া এক্সপ্রেসে। একইদিনে এই সুবিধা শুরু হবে আপ ও ডাউন হাওড়া–রাঁচি এক্সপ্রেসে। আর ২৬ জানুয়ারি থেকে এলএইচবি বগি নিয়ে চলবে হাওড়া–রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।
আরও পড়ুন: কিশোরীর অশ্লীল ছবি ফেসবুকে আপলোড, অভিযুক্ত প্রতিবেশী যুবকদের খোঁজে চলছে তল্লাশি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?