আজকাল ওয়েবডেস্ক: মেয়েকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন বাবা।
ভাবতেও পারেননি কী পরিণাম অপেক্ষা করছে! প্রতিবাদী যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে।
হাওড়ার শ্যামপুরের বাসিন্দা ছিলেন নিহত বছর ৩৫ এর যুবক। তাঁর মেয়ে দশম শ্রেণির ছাত্রী। রবিবার সন্ধেয় মৃতের মেয়ে যখন কোচিং থেকে ফিরছিল, অভিযোগ মেয়েটির পথ আটকায় পাড়ার ৩ যুবক। তিন যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রীর বাবা। অভিযোগ, মেয়েকে কটূক্তি করার প্রতিবাদ করলে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। সোমবার রাতে হাসপাতালে মারা যান মেয়েটির বাবা। এরপরই থানায় অভিযোগ জানায় মৃতের পরিবার। নিহতের মেয়ের দাবি, যুবকরা তাঁর হাত ধরে টানাটানি পর্যন্ত করেছে। মেয়ের চিৎকারে বাবা ছুটে এলে অভিযুক্ত যুবক তাঁকে টেনে নিয়ে যায়। এবং মারধর শুরু করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুবিচারের আশায় মৃতের পরিবার।
আরও পড়ুন: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের