আজকাল ওয়েবডেস্ক: কোভিড–১৯–এর প্রতিষেধক এখন থেকে সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে। একথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার এব্যাপারে ২৪টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য অধিকর্তা এবং সচিব স্তরের অফিসাররা। সেখানেই বেসরকারি হাসপাতালেও কোভিড টিকা প্রদানের ব্যাপারে আলোচনা হয়েছিল। তবে কবে থেকে এই প্রতিষেধক বেসরকারি হাসপাতালে মিলবে সেকথা এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। রাজ্যে ইতিমধ্যেই ১০ লক্ষ কোভিড টিকার ডোজ এসে গিয়েছে। বাগবাজারে সরকারি ভ্যাক্সিন স্টোর এবং হেস্টিংসের ভ্যাক্সিন হাবে তা মজুত করাও হয়েছে। সেখান থেকেই কলকাতার হাসপাতাল সহ জেলায় জেলায় যাচ্ছে টিক। প্রথম দফায় সরকারি–বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং গ্রুপ ডি–র কর্মী মিলিয়ে মোট ৬,৪৪,৫০০ জনের টিকাকরণ হবে বলে ঘোষণা করেছিল রাজ্য।
Aajkaal © 2017