Agitation: ‌সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগের দাবিতে শহরের দু’‌প্রান্তে বিক্ষোভ 

আজকাল ওয়েবডেস্ক:‌ এসএসসি থেকে প্রাথমিক টেট এ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে।

সিবিআই একাধিক মন্ত্রীকে জেরা করেছে। এই পরিস্থিতিতে সরকারি চাকরিতে দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগের দাবিতে শহরের দু’প্রান্তে বিক্ষোভ দেখাল দু’টি সংগঠন। স্কুলে নিয়োগে স্বচ্ছতার দাবি করে বৃহস্পতিবার সকালে করুণাময়ীতে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। মুদিয়ালিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অফিসের সামনে বিক্ষোভ দেখায় পিএসসি দুর্নীতি বিরোধী মঞ্চ।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে তিনদিনের অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল বিজেপি যুব মোর্চা। এসএসসি–র মাধ্যমে স্কুলে স্বচ্ছ নিয়োগ এবং তদন্তের দাবিতেই ছিল এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে সকালে মঞ্চ বাঁধতে এলে, মোর্চার আটজন কর্মীকে আটক করে পুলিশ। বিজেপির দাবি অন্তত আঠাশজনকে আটক করা হয়েছে। আন্দোলকারীদের অভিযোগ, পুলিশ কর্মসূচি শুরুই করতে দেয়নি। অশান্তির আশঙ্কায় মোতায়ন করা হয় র‌্যাফ এবং প্রস্তুত রাখা হয় জলকামানও। আবার পিএসসি–র মাধ্যমে নিয়োগে দুর্নীতির অভিযোগে মুদিয়ালিতে দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় পিএসসি দুর্নীতি বিরোধী মঞ্চ। প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, সাড়ে তিন বছর কেটে গেলেও পিএসসি ক্লার্কশিপের মেধাতালিকা প্রকাশ হয়নি। দু’বছর ধরে কোনও নিয়োগ হয়নি। আন্দোলনকারীদের অভিযোগ, অন্যায়ভাবে চাকরি পেয়েছেন কালচিনির বিডিও। পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে সরিয়ে দেয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ।

আরও পড়ুন:‌ ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

আকর্ষণীয় খবর