পার্থসারথি রায়, জলপাইগুড়ি: গত ১৪ দিন ভিনরাজ্য থেকে ফেরা ৬ হাজার মানুষকে সরকারি উদ্যোগে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে থাকা ওই ৬ হাজার জনের সকলেই সুস্থ আছেন। করোনার কোনও উপসর্গ দেখা যায়নি তাঁদের মধ্যে। এ কথা জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। তা সত্ত্বেও আরও ১৪ দিন তাঁদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এদিন করোনা পরিস্থিতিকে সামাল দিতে জলপাইগুড়ি সার্কিট হাউসে একটি প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব। ছিলেন এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, টি ডিরেক্টরেটের সহ–সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, জেলাশাসক অভিষেক তেওয়ারি, পুলিশ সুপার অভিষেক মোদি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, বিধায়ক খগেশ্বর রায়–সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠকের পর জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও সুপারস্পেশ্যালিটি হাসপাতালে পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, করোনার বিরুদ্ধে যাঁরা দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন, সেইসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতেই তিনি হাসপাতালে এসেছেন। করোনা আক্রান্তদের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে ও শিলিগুড়ির হিমাচল বিহারের পাশাপাশি জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনেও হাসপাতাল গড়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
Aajkaal © 2017