Aliah University: বিল পাশ বিধানসভায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রী

আজকাল ওয়েবডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এবিষয়ে প্রস্তাবিত বিল  পাশ হয়ে গেল বিধানসভায়। সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী বৃহস্পতিবার বিধানসভায় বিল পেশ করেন। ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিলটি। 

 

আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব এসেছিল ২০ তারিখেই। রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে  সরানোর উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃ Maharashtra Crisis: উদ্ধবের ইস্তফা নয়, এনডিএ'তে যুক্ত হওয়াই লক্ষ্য, সাফ বার্তা শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কের

আলিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা দপ্তরের অধীনে হওয়ায় বাকি বিশ্ববিদ্যালয় গুলির সঙ্গে বিল পাশ হয়নি। আলাদা ভাবে বিল পেশ করার পর বৃহস্পতিবার পাশ হয়ে গেল বিধানসভায়।  এদিনের বিলে আচার্য বদলের পাশাপাশি বদল এসেছে আরও কিছু বিষয়ে। 


সূত্রের খবর, বৃহস্পতিবারের বিলে আচার্য বদলের পাশাপশি রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসরের মর্যাদা দেওয়া হয়েছে।

আকর্ষণীয় খবর