CBI: নোটিস জারি, বিজেপি কর্মীর খুনে অভিযুক্তদের আত্মসমর্পণের নির্দেশ সিবিআইয়ের 

আজকাল ওয়েবডেস্ক:‌ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে থাকে। বারবার আক্রান্ত হয়েছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। গেরুয়া শিবির কাঠগড়ায় তুলেছে শাসক দল তৃণমূলকে। ভোটের ফলাফলের দিন অর্থাৎ ২ মে ইলামবাজারের কামারপাড়ায় খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। তাঁকে পিটিয়ে খুন করা হয়। স্থানীয় তৃণমূল কর্মী সহ ২৩ জনের বিরুদ্ধে আঙুল ওঠে। মৃত বিজেপি কর্মীর বাবা ইলামবাজার থানায় মোট ২৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। মামলা আদালতে উঠলে তদন্ত শুরু করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৩ জনকে গ্রেপ্তার করে। তারপর ৪ জন আত্মসমর্পণ করে। তবে এখনও পলাতক বাকিরা। এবার তাদের খোঁজে বিজ্ঞপ্তি জারি করল সিবিআই। বুধবার কামারপাড়া বাস স্টপ, কামারপাড়া গ্রামের তৃণমূল কার্যালয় ও অভিযুক্তদের বাড়িতে বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছে সিবিআই। যেখানে বলা হয়েছে, নির্দিষ্ট দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। অভিযুক্তদের আত্মসমর্পণ করতে হবে বোলপুর মহকুমা আদালতে। না হলে তাঁদের স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করবে সিবিআই।

আরও পড়ুন: স্কুল খুলতে না খুলতেই পুরভোটে ডাক শিক্ষকদের, শিক্ষাব্যবস্থার ক্ষতি নিয়ে উঠছে প্রশ্ন

আকর্ষণীয় খবর