শিবানী মুখার্জ্জী পান্ডে: এইচআইভি পজিটিভ ছেলেমেয়েরা আর পাঁচজনের মতই।
কিন্তু এই বিষয়টা আমরা জানলেও মনে মনে মেনে নিতে ভয় পাই। অন্য ছেলেমেয়েরা যেরকম সুযোগ সুবিধা পেয়ে বড় হয়, ওদেরও সেইসব পাওয়ার অধিকার নিশ্চয়ই আছে। এই অসুখটা যে ছোঁয়াচে নয়, সেই সচেতনতা তৈরি হয়নি৷ যার ফলে ওদের সমাজে টিকে থাকা মুশকিল হয়। এই সচেতনতার লক্ষ্যেই কাজ করছে ‘অফার’, কল্লোল ঘোষের নেতৃত্বে। এদের সুস্থ জীবন দেওয়ার জন্য সোনারপুরে ‘আনন্দ ঘর’ নামে একটি হোম তৈরি করা হয়েছে। লেখাপড়া করিয়ে স্বাবলম্বী করবার চেষ্টা করা হয়। কিন্তু এদের চাকরির ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয়৷ তাই ‘অফার’ আঠারো বছরের বেশী বয়সী ছেলেমেয়েদের জন্য ক্যাফে পজিটিভ নামে একটি কফিশপ খুলেছে, যেটি এইচআইভি পজিটিভ ছেলেমেয়েরাই পরিচালনা করে। বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে প্রচুর মানুষ এসেছিলেন লেক ভিউ রোডের ক্যাফে পজিটিভে সময় কাটাতে। এসেছিল বিখ্যাত মহুল ব্যান্ডও। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান হয়।
আরও পড়ুন: ধারাভাষ্য দিতে দিতেই বুকে ব্যথা, হাসপাতালে পন্টিং
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের