আজকাল ওয়েবডেস্ক: সিএএ নিয়ে জোরালো দাবি পেশ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি দাবি করলেন, রাজ্য সরকারের সম্মতি থাক আর না থাক, এই রাজ্যে সিএএ কার্যকর হবেই। সুকান্তর এই দাবিকে তোয়াক্কাই করলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও তৃণমূল সাংসদ শান্তনু সেন।
পুরভোটের প্রচারে মুর্শিদাবাদে গিয়ে সুকান্ত বলেছেন, ‘মুর্শিদাবাদ একটি বিশেষ জেলা। পূর্ব পাকিস্তান থেকে এই জেলা ভারতে এসেছে। তাই মুর্শিদাবাদ বাসীকে আরও সতর্ক হতে হবে। বুঝতে হবে তাদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে। তারা যদি তা না বোঝেন তাহলে তাদের ভবিষ্যত অন্ধকার। ইতিমধ্যেই এখানে পিএফআই তাদের কর্মসূচি পালন করেছে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে এই বিষয়টি বুঝতে হবে যে এর মধ্যে কোন বিপদ লুকিয়ে রয়েছে। সেটা বুঝেই আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।’ সুকান্তের মন্তব্যের তীব্র বিরোধিতা করে অধীর চৌধুরী বলেছেন, ‘ভোটের বাজারে আবার সাম্প্রদায়িকতার ধ্বনি। যতটুকু জানি সিএএ দু’বছর আগে পাস হয়ে গিয়েছে। ক্ষমতা হয়েছে ওদের চালু করার? আমাদেরটা বাদই দিন। এটা তো বিজেপির রাজ্য নয়! বিজেপি নিজের রাজ্যে চালু করতে পেরেছি কি? আইন বানাতে পেরেছে কি? জানে না শোনে না এরা, ফালতু কথা বলে। সুপ্রিম কোর্টে গেলেই খারিজ হবে।’ তৃণমূল সাংসদ শান্তনু সেন আবার বলেছেন, ‘বিজেপি গণতান্ত্রিক পদ্ধতির যে তোয়াক্কা করে না, তা তাদের রাজ্য সম্পাদকের কথাতেই পরিস্কার। রাজ্যগুলির কোনও গুরুত্ব তাদের কাছে নেই। তাই তিনি বলতে পারলেন যে রাজ্য সরকারকে এড়িয়ে সিএএ লাগু করব। সাহস থাকলে সংসদে দাঁড়িয়ে একথা বলুন।’
আরও পড়ুন: ‘পৃথক রাজ্যের দাবি তুললে হাঁটু ভেঙে দেব’, বিজেপি বিধায়ককে হুমকি উদয়ন গুহর
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা