Tea Garden: চা বাগানে ঢুকে পড়ল বুনো বাইসন, আতঙ্কে ‌‌বন্ধ কাজ

আজকাল ওয়েবডেস্ক:‌ জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে ঢুকে পড়ল বুনো বাইসন।

বৃহস্পতিবার সকালে রেতির জঙ্গল থেকে বেড়িয়ে দলছুট একটি বাইসন দেবপাড়া চা বাগানে ঢুকে পড়ে। বাগানের ১ নম্বর সেকশনে তখন পুরোদমে পাতা তোলার কাজ করছিলেন শ্রমিকরা। বাইসন দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই এলাকায় চা পাতা তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়। 

চা বাগান কর্তৃপক্ষ খবর দেয় বন দপ্তরে। খবর পাওয়ামাত্রই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। জানা গিয়েছে বাইসনটিকে দুপুর পর্যন্ত জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। বনকর্মীরা দূর থেকে সেটির উপর নজর রাখছেন। ওই এলাকায় শ্রমিক ও সাধারণ বাসিন্দাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সন্ধে নাগাদ বনকর্মীরা বাইসনটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করবেন।

আকর্ষণীয় খবর