BJP: ডেঙ্গি ইস্যুতে আনা মুলতুবি প্রস্তাব খারিজ, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের

আজকাল ওয়েবডেস্ক: সোমবারের অখিল-মন্তব্য ইস্যুর পর আজ ফের উত্তাল বিধানসভা।

আজ গেরুয়া শিবিরের বিধায়করা ডেঙ্গি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনেন বিধানসভায়। কিন্তু সেই প্রস্তাব গৃহীত না হওয়ায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভার কক্ষ থেকে ওয়াকআউট করেন তাঁরা। মঙ্গলবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, বিশেষত উত্তরেবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 

কিন্তু সেই প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনওপ্রকার আলোচনা হয়নি, এই অভিযোগে কক্ষ ত্যাগ করে বিক্ষোভে দেখাতে থাকেন গেরুয়া শিবিরের বিধায়করা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি নিজে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছিলেন। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিতে এখনও পর্যন্ত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, বিধানসভায় সেসব তথ্য জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোনও প্রকার আলোচনা হয়নি। বিধানসভা চত্বরে প্রতীকী মশা, মশারী নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। 

আকর্ষণীয় খবর