Suvendu Adhikari: ‌মালদায় শুভেন্দুর সভার অনুমতি মিলল না, পুলিশের উপর ক্ষিপ্ত বিজেপি চলল হাইকোর্টে 

আজকাল ওয়েবডেস্ক:‌ মালদায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না পুলিশ।

আগামী ২৭ মে হবিবপুরের কেনপুকুর হাই স্কুল মাঠে সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর। ১৮ মে থানায় সভার অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্তের অভিযোগ, ১৯ তারিখ সভার অনুমতি দিয়েছিল পুলিশ। বুধবারই সভায় মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছে মহকুমা শাসকের তরফে। আচমকাই বুধবার রাতে হবিবপুর পুলিশ জানায়, সভার অনুমতি দেওয়া হচ্ছে না। একই দিনে মানিকচকে সভা রয়েছে বিরোধী দলনেতার। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয় বলে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়। তাছাড়া পুলিশের দাবি, যেখানে সভা হবে সেই জমির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। বেজায় ক্ষুব্ধ মালদা বিজেপি বৃহস্পতিবারই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছে মালদা বিজেপি নেতৃত্ব। 

আকর্ষণীয় খবর