Bear: ‌ফের ভল্লুক আতঙ্ক আলিপুরদুয়ারে

আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ভল্লুক আতঙ্ক।

বৃহস্পতিবার ফের আলিপুরদুয়ারে লোকালয়ে ভল্লুকের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা নাগাদ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বাঙ্গাবাড়ি চাবাগানের ২ নম্বর সেকশনে একটি বড় ভল্লুক দেখতে পান স্থানীয়রা। আতঙ্কে তৎক্ষণাৎ চা বাগানের কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। এলাকাটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের অধীন। ঘটনার খবর পেতেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ভল্লুকটিকে বন্দি করতে আরও বেশি বনকর্মী প্রয়োজন থাকায় আশপাশের রাজাভাতখাওয়া, দমনপুর–সহ বিভিন্ন রেঞ্জ থেকে বনকর্মীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ঘুমপাড়ানি গুলি করে ভল্লুকটিকে কাবু করে বনদপ্তর। ঘুমন্ত ভল্লুককে জালে বন্দি করে নিয়ে যাওয়া হয় রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভল্লুকটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বন দপ্তরের কথায়, চা বাগানে গাছের ঝোপে লুকিয়ে থাকার কারণে ভল্লুকটিকে বাগে আনতে বেগ পেতে হয় বনকর্মীদের। 

আরও পড়ুন:‌ শনি রাত থেকে রবিবার সকাল অবধি শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক লোকাল, কেন?‌

আকর্ষণীয় খবর