Bear Attack: ‌লুকিয়ে ভিডিও করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে প্রাণ গেল কিশোরের, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন

আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার বিকেলে মেটেলি চা বাগানে ভাল্লুকের আক্রমণে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয়রা ভাল্লুকটিকে পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম ডিবেশ খালকো (১৬)। বাড়ি চা বাগানের জাহাদি লাইনে। বুধবার ১৩ নং সেকশনে চা বাগানে দুপুরে ভাল্লুকটিকে দেখতে পায় বাসিন্দারা। খবর চাউর হতেই প্রচুর মানুষের ভিড় জমে চা বাগানে। যদিও সেই ভিড় হটিয়ে দেন বনকর্মীরা।

আরও পড়ুন:‌ খাবার পৌঁছতে একটু দেরি হতেই জোম্যাটো ডেলিভারি বয়কে চড় তরুণীর, অভিযোগে উত্তাল সোদপুর  

কিন্তু লুকিয়ে ডিবেশ খালকো তার এক বন্ধুকে নিয়ে ভাল্লুকের ভিডিও করতে থাকে। আচমকাই ভাল্লুকটি তার সামনে চলে আসে। ডিবেশকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর মুণ্ডহীন দেহ উদ্ধার হয় ডিবেশের। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ভাল্লুকটিকে খুঁজে বের করে পিটিয়ে মেরে ফেলে। ঘটনাস্থল থেকে ভাল্লুকের দেহটি উদ্ধার করেছে পুলিশ। 

আকর্ষণীয় খবর