সোহম সেনগুপ্ত: অবশেষে বারাসত–ব্যারাকপুর রোডে বিপজ্জনক গাছ দ্রুত কাটার জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানাল উত্তর ২৪ পরগনা জেলা বন দপ্তর। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে দ্রুত ওই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত নির্দেশ দেওয়া হয়। পূর্ত দপ্তরকেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়। কপি দেওয়া হয় জেলাশাসক, জেলা সভাধিপতি বন ও ভূমি কর্মাধ্যক্ষ–সহ মূল অভিযোগকারী বারাসত আরিফবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সুজিতকুমার দে–কেও। স্মারকলিপি পাওয়ার পরই প্রশাসনের তৎপরতায় এখন খুশি বারাসত–ব্যারাকপুর রোড সংলগ্ন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার তাঁরা জানান, জুন মাসের শেষের দিকে শালবাগান সংলগ্ন বারাসত–ব্যারাকপুর রোডে একটি গাছের ডাল ভেঙে মাথায় পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। তারপর থেকে ওই রাস্তা দিয়ে আতঙ্কের মধ্যেই যাতায়াত করতে হয় তাঁদের। এরপর প্রশাসনের সর্বত্র তাঁরা অভিযোগও জানান। কিন্তু বারাসত হেলাবটতলা থেকে শুরু করে বড়বড়িয়া পর্যন্ত ব্যারাকপুর রোডের ধারে থাকা বড় ডালগুলি এখনও বিপজ্জনক অবস্থায় থাকায় তাঁরা আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। বিষয়টি তাঁরা জানিয়েছেন পুরসভাতেও। ওই অভিযোগ পাওয়ার পরই বন দপ্তর উদ্যোগী হওয়ায় এখন কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Aajkaal © 2017