কৌশিক রায়: মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্টল ভরে উঠল দুই বাংলার মিলনের সুরে।
বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক শিমুল পরভিন এবং কলকাতার জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী। স্টলে এদিন উপস্থিত ছিলেন দুই সাহিত্যিক, সত্যম রায়চৌধুরী ছাড়াও গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশু শেখর দে এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। শিমুল পরভিনের লেখা 'বেলা যে যায়' এবং শিমুল পরভিন এবং জয়দীপ চট্টোপাধ্যায়ের যৌথ প্রয়াসে লেখা 'এপার ওপার' বই দুটি প্রকাশিত হয়েছে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য বলেন, 'শিমুল খুব গুণী একজন মানুষ। এপার বাংলা এবং ওপার বাংলার সাহিত্যিকদের নিয়ে যে একসঙ্গে এত ভাল কাজ করা যায় তা শিমুল আমাদের প্রতিমুহূর্তে শেখায়। কলকাতা বইমেলায় প্রতিবারই শিমুল কোনও না কোনও বই প্রকাশ করে।' শিমুল পরভিন বলেন, 'এভাবে যে অনুষ্ঠান করে আমার বই উদ্বোধন হবে সেটাই আমি ভাবতে পারিনি। সত্যম রায়চৌধুরী দাদার প্রতি আমি কৃতজ্ঞ। এর আগেও আমি বাংলাদেশে পাঁচটি বই এবং এখানে দুটি বই দাদাকে উৎসর্গ করেছি।' গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে জানান, 'ওপার বাংলার একজন সাহিত্যিক তাঁর বই উদ্বোধনের জন্য যে আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে বেছে নিয়েছেন এর থেকে ভাল আর কী হতে পারে।' সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, 'শিমুলের সঙ্গে আমার বেশ কয়েক বছর ধরে আলাপ। ওঁর একটা খুব বড় দিক ও বই উদ্বোধনের জন্য সব সময় এপার বাংলাকে বেছে নেয়। শিমুল পরভিনের মতোই এপার বাংলা ওপার বাংলার মধ্যে সাঁকোর কাজ করছেন সত্যম রায়চৌধুরী'। এই স্টল থেকেই উদ্বোধন হয় জয়তী দত্ত সিনহার 'নির্বাচিত এক দুই তিন' বইটিও।