আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে আজ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। মোদির সরকারের শ্রম এবং কৃষি আইনের প্রতিবাদই উদ্দেশ্য। সাত দফা দাবি রয়েছে তাদের। এই বনধ সফল করতে এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমেছে বাম এবং কংগ্রেস কর্মীরা।
বৃহস্পতিবার সড়ক এবং রেল অবরোধ করেছে বামেরা। সকাল থেকে তাই বারবার ব্যহত হয়েছে রেল পরিষেবা। বিপর্যস্ত জনজীবন। বনধ প্রতিরোধের জন্য পাল্টা রাস্তায় নেমেছে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে জায়গায় জায়গায় সংঘর্ষও দেখা গেছে। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা গেছে। বিশেষত কুচবিহার এবং বারসতে।
বিক্ষোভকারীরা মেট্রো স্টেশনে জড়ো হলেও ভিতরে ঢুকতে পারেনি। তার জেরে মেট্রো পরিষেবা সচল রয়েছে। রাজ্যের তৃণমূল সরকার জানিয়ে দিয়েছে, বনধের কারণগুলোকে সমর্থন জানালেও বনধে সমর্থন জানাবে না। পথেও নামবে না। তবে রাজ্য বিজেপি জানিয়েছে, বনধের বিরোধিতা করবে তারা।
ধর্মঘট ঘিরে পরিস্থিতি অশান্ত হতে পারে বলে আগেভাগেই তৈরি ছিল প্রশাসন। কলকাতার রাস্তায় নামানো হয়েছে পাঁচ হাজার পুলিশ কর্মী। জেলাতেও কড়া পুলিশ।
Aajkaal © 2017