আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মধ্যে পুকুর।
কচুরি পানায় ঢাকা। কে ভেবেছিল তার মধ্যেই এসব? পুকুরে যখন জাল ফেলা হয়েছে, তা দিয়ে যা উঠল, দেখে থ পুলিশ কর্মী থেকে স্থানীয়রা। একের পর এক অস্ত্র তৈরির সরঞ্জাম উঠছে জালে। বাড়ির মালিক তখন নির্বিকার। আর বাকি সদস্যরা দর দর করে ঘামছেন। নয়তো ভীষণ অপ্রস্তুত।
বিশেষ সূত্রে খবর পেয়ে ওই পুকুরে জাল ফেলে পুলিশ। তাতে উঠে আসে অস্ত্র তৈরির সরঞ্জাম। জানা গিয়েছে, বাড়ির মধ্যেই তৈরি হত অস্ত্র। তার পর সেই যন্ত্র, কখনও অস্ত্র লুকিয়ে রাখা হত পুকুরে। মালদার কালিয়াচকের বীরনগর গ্রামের ঘটনা। আনারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিই অস্ত্র তৈরি করে পাচার করতেন।
Food: ভাত–রুটির বদলে ২০৫০ সালে আপনার পাতে কী কী খাবার পড়বে?
গত ৯ মে আনারুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জেরা করেই বীরনগর গ্রামে ওই অস্ত্রের পুকুরের হদিশ মেলে। আদালত আনারুলের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। এর পরেই তদন্তে নামে পুলিশ। আনারুলের থেকে তথ্য নিয়ে তল্লাশি চালায় পুকুরে। আজ সেখান থেকে উদ্ধার হয় অস্ত্র আর তা তৈরির যন্ত্র। এর নেপথ্যে বড়সড় কোনও গ্যাংয়ের যোগ রয়েছে বলে মত পুলিশের। সেই গ্যাংয়েরই খোঁজ চলছে।
Mir Afsar Ali: এত বছরের 'জার্নি' শেষ! মির্চি ছাড়লেন মীর
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Thief In Kalighat: রথযাত্রার দিন কালীঘাটের এই বাড়িতে চুরি করতে এসেছিল চোর, তারপর যা হল...
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের