Anubrata Mandal: ‌গরু পাচার মামলায় অনুব্রতকে ফের তলব করল সিবিআই 

আজকাল ওয়েবডেস্ক:‌ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই।

সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। 
এটা ঘটনা, গত বুধবার অনুব্রত ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি ও সিবিআই। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। অভিযোগ, গরুপাচার চক্রের সঙ্গে জড়িত টুলু। বুধবার সকালে ব্যবসায়ীর গালিলা ভবনে হানা দেয় ইডি ও সিবিআই। এরপর পাইকপাড়ার বাড়িতেও তল্লাশি চালানো হয়। সাজানো পল্লির বাড়িতে তালা ভেঙে ঢোকেন আধিকারিকরা। এরপর সাজানো পল্লি ও গালিলা ভবনের বাড়িতে থাকা লকার ভাঙা হয়। পাইক পাড়ায় বাড়ির দেওয়াল ভাঙার চেষ্টা করা হয় বলে সূত্রের খবর। ইডি সূত্রে খবর, সাজানো পল্লির বাড়ি থেকে উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ নথি। এমনকী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মুক্তার শেখ ও কেরিম খানের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
অতীতে একাধিকবার সিবিআই তলব করলেও হাজিরা দেননি অনুব্রত। আবার বেশ কয়েক বার কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখিও হয়েছেন অনুব্রত। সোমবার ফের তাঁকে তলব করে বসল সিবিআই। 

আরও পড়ুন:‌ প্রিয়াঙ্কা–রাহুল সহ বহু কংগ্রেস নেতা আটক, কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার দিল্লিতে 

আকর্ষণীয় খবর