Durga Puja: অন্যরকম বাড়ির পুজো

আজকাল ওয়েবডেস্ক: কলকাতা তো শুধু বাঙালির নয়।

দুর্গাপুজোও সবার। দক্ষিণ কলকাতার কাপুর ভিলায় দশমীর দিন পা রেখে মনে হল মিনি ভারতবর্ষ। আত্মীয়- বন্ধুরা এসেছিলেন - নানা প্রদেশের, নানা ধর্মের। সিঁদুর খেলা থেকে মিষ্টিমুখ, সবাই সামিল উৎসবে। বনেদী এই ব্যবসায়ী পরিবারের কলকাতায় বসবাস অনেকদিনের হলেও এই প্রথম দুর্গাপুজো করলেন তাঁরা।

মূলত বাঙালি পুত্রবধূ ঐন্দ্রিলা রায় কাপুরের উৎসাহে আর পারিবারিক বন্ধু কৌন্তেয় সিনহার উদ্যোগে পুজোর আয়োজন। ঐন্দ্রিলার স্বামী গগন কাপুর, শ্বশুর শাশুড়ি সায় দিয়েছেন আনন্দে। আর কিশোর দুই ছেলে তো পুজোর কটাদিন আত্মহারা।পাঁচদিন নিয়ম মেনে মায়ের আরাধনা, সন্ধেয় আরতি আর সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ ছিল না কিছুই।

আকর্ষণীয় খবর