আজকাল ওয়েবডেস্ক: গরুপাচার কাণ্ডে এই মুহূর্তে জেলে অনুব্রত মণ্ডল।
তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আগেই এসেছে বহু তথ্য। সূত্রের খবর, এবার খোঁজ পাওয়া গিয়েছে বিপুল পরিমাণের ভুয়ো অ্যাকাউন্টের। সিবিআই মনে করছে, গরু পাচারের বিপুল টাকা রাখতেই তৈরি করা হয়েছিল ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি।
ভুয়ো অ্যাকাউন্টের খোঁজে আগেই সমবায় ব্যাংকে তল্লাশি চলেছিল। পরে খবর পেয়ে ফের বুধবার চলে তল্লাশি। এর আগেই ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছিল। এবার সামনে এলো আরও ১৫৩ টির কথা। অর্থাৎ ৩০০ এর বেশি এই ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা। ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। যাঁদের নাম রয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট, সেসব গ্রামবাসীরা দাবি করছেন তারা জানেন না সেসব সম্পর্কে কিছুই।