Anis Khan: আমতায় ছাত্রনেতাকে খুন! প্রতিবাদে মহাকরণ অভিযানের ডাক আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

আজকাল ওয়েবডেস্ক: আমতা কাণ্ডে এবার মহাকরণ অভিযানের ডাক দিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

২২ ফেব্রুয়ারি মহাকরণ অভিযান করা হবে বলে জানানো হয়েছে তাঁদের তরফে। মহাকরণে এই অভিযান করা হবে কারণ সেখানেই রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। এদিকে রবিবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে এসএফআই। আনিস খানের বাড়িতে গিয়েছিল এসএফআই-ডিওয়াইএফআই নেতৃত্বও।

আরও পড়ুন: মৃত আনিসের বাড়ি গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, CBI তদন্তের দাবি বাবার

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত ছিলেন আনিস। বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র না হলেও পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ুয়াদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে লাগাতার আন্দোলনের পাশে ছিলেন আনিস। শুক্রবার রাতে পুলিশের ছদ্মবেশে আমতার বাড়িতে ঢুকে ছাত্রনেতাকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ ওঠে। দোষীদের শাস্তির দাবিতে শনিবার সন্ধেয় পার্ক সার্কাসে মোমবাতি মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু যখন সেই মিছিল পাক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের সামনে যায় তখন সেই মিছিলকে আটকায় পুলিশ। মানববন্ধন করেন পড়ুয়ারা। সেই নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে এলাকা। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে বৈঠকে বসেন পড়ুয়ারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আমতায় ছাত্রমৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি মহাকরণ অভিযান করা হবে। বেলা ১২টায় ক্যাম্পাস থেকে মোমবাতি মিছিল করে মহাকরণে যাবেন পড়ুয়ারা।

আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াই শেষ! প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে

আকর্ষণীয় খবর