ShootOut: ভাটপাড়ার পর ফের শুটআউট জগদ্দলে, মৃত্যু ১৯ বছরের তরুণের

আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকালেই গুলি চলেছিল ভাটপাড়ায়।

সেই ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ফের গুলি করে খুন রাজ্যে। ঘটনাস্থল ভাটপাড়া পার্শ্ববর্তী জগদ্দল। শনিবার রাতে শুটআউটের ঘটনা ঘটে জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লিতে। মৃত্যু হয়েছে ১৯ বছরের তরুণের। মৃতের নাম রোহিত দাস।

আরও পড়ুন: Maharashtra: আস্থা ভোটের আগেই বড় পরীক্ষা মহারাষ্ট্রে, কোন শিবির পাবে স্পিকার পদ?

শনিবার সকালেই গুলি চলেছিল ভাটপাড়ায়। গুলিতে মৃত্যু হয়েছিল এক ব্যবসায়ীর। তারপরেই ফের তরুণের মৃত্যু গুলিতে। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে জগদ্দলের রেলগেট এলাকায় বন্ধুদের সঙ্গে মদের আসরে ছিল রোহিত। আচমকা সেখানেই তাকে লক্ষ্য করে গুলি চলে। রোহিতের পেটে গুলি করা হয়েছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গুলির পরেও কোনক্রমে নিজের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে ওই তরুণ।পরিবার সূত্রের খবর বাড়ির সামনেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল সে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়েছে তার। মৃত্যুর কারণ এখনও জানা না গেলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আকর্ষণীয় খবর