Abhisek Banerjee: ‌‌নবজোয়ার যাত্রা’‌র পরেই দিল্লি চলো’‌র ডাক অভিষেকের 

‌‌আজকাল ওয়েবডেস্ক: দিল্লি চলো’‌র ডাক তৃণমূলের।

নবজোয়ার যাত্রা’‌র কর্মসূচি শেষ হলেই দিল্লিতে যাওয়ার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার পুরুলিয়ার হুটমুড়ায় একটি সভায় রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি চলো’‌র ডাক দিয়েছেন তিনি। নবজোয়ার যাত্রা শেষ হলেই দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন গড়ার ডাক দেন অভিষেক। তাঁর অভিযোগ, ‘‌বিজেপি ভোটে হোঁচট খেয়ে বাংলার টাকা আটকে রেখেছে।’‌ 
আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে হটানোর লক্ষ্যে এদিন সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, ‘‌এবার ভোটের লাইনে দাঁড়ান প্রধানমন্ত্রী বদলের জন্য।’‌ 
সম্প্রতি বাঁকুড়ায় নবজোয়ার যাত্রার কর্মসূচির মধ্যেই অভিষেককে সিবিআই নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কর্মসূচি স্থগিত রেখেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে সিবিআইয়ের মুখোমুখি হন তিনি। বৃহস্পতিবার বক্তব্য পেশ করতে গিয়ে অভিষেক বলেন, ‘‌ইডি–সিবিআই দিয়ে আমাদের রোখা যাবে না।’‌ 

আকর্ষণীয় খবর