আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী থেকে দলের সর্বভারতীয় সভাপতি এর আগে বারবার একই কথা বলেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০–এর বেশি আসন পাবে বিজেপি। এবার একই দাবি করলেন দলের তরুণ তুর্কি তেজস্বী সূর্য।
২৭ মার্চ থেকে বাংলায় ভোট শুরু। ফল ঘোষণা ৩ মে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর দাবি, ৩ মে–র পর বঙ্গে বিজেপি–র মুখ্যমন্ত্রী হবে। রাজ্যে এসে তিনি বললেন, ‘বিজেপি ২০০–র বেশি আসন জিতবে বাংলায়। আর হাতে গুনে কয়েক দিন মুখ্যমন্ত্রী থাকছেন মমতা ব্যানার্জি। ৩ মে বাংলা এক জন বিজেপি–র মুখ্যমন্ত্রী পাবে।’
এর পর ফের দলীয় নেতৃত্বের সুরে বাংলার আইন–শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, ‘কমিউনিস্টদের থেকে উত্তরাধিকার সূত্রে এই বিষয়টা পেয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আর রক্তারক্তি, রাজনৈতিক খুনোখুনি হবে না বাংলায়।’
তেজস্বীর মতোই দাবি করেছে বঙ্গ বিজেপি–র সভাপতি দিলীপ ঘোষ। জানিয়েছেন, পাঁচ বছর আগে থেকে তাঁরা প্রস্তুতি শুরু করেছেন। তাই বঙ্গে বিজেপি ২০০–র বেশি আসন পাবেই। তাঁর কথায়, ‘২০০–র কম নয়, বেশি আসন পাব আমরা। ১৯–এ হাফ, ২১–এ সাফ। এই মন্ত্র নিয়েই এগোচ্ছে দল।’
Aajkaal © 2017