Bhangar: ভাঙড়ে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, সিসিটিভি ফুটেজ দেখে আটক আরও ২

আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়ে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আটক আরও ২।

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে আটক করা হয়েছে। ভাঙড়ের হাতিশালায় ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়েছিল সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। এবার সেই ঘটনাতেই সোমবার রাতে দুজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে এই দুজনের মধ্যে একজন আইএসএফ নেতা। নাম শেখ ফিরোজ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই দুজনকে তোলা হবে আদালতে। সূত্রের খবর তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

অন্যদিকে নওশাদ সিদ্দিকীদের মুক্তির দাবিতে পথে নামার পরিকল্পনা নিচ্ছে আইএসএফ। ধর্মতলার ঘ্যটনায় নওশাদ সহ ১৮ জন জেলে রয়েছেন। সূত্রের খবর, আগামীকাল, বুধবার নওশাদের মুক্তির দাবিতে পথে নামবে আইএসএফ। এছাড়া এই সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের।  

আকর্ষণীয় খবর