আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বাংলা ক্রীড়ামহলে সবচেয়ে চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম ঋদ্ধিমান সাহা।
দু'দিন আগেই বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। সিএবি থেকে এনওসি নিয়েছেন। কিন্তু পরবর্তী গন্তব্য এখনও জানাননি ঋদ্ধি। বেশ কয়েকদিন আগে ত্রিপুরার নাম ভেসে উঠেছিল। কিন্তু তারপর শোনা যায়, বিশাল দর হাঁকিয়েছেন সদ্য প্রাক্তন হওয়া বাংলার উইকেটকিপার ব্যাটার। তাই হয়তো পিছিয়ে যাবে ত্রিপুরা। কিন্তু তেমন কিছু হচ্ছে না। কোনও অঘটন না ঘটলে আগামী মরশুম থেকে ত্রিপুরার হয়ে খেলবেন ঋদ্ধিমান। একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষেই আগরতলা যাচ্ছেন ঋদ্ধি। তখনই সবকিছু চূড়ান্ত করে ফেলবেন। ক্রিকেটারের পাশাপাশি মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন তিনি। ৩৭ বছর বয়স হয়ে গিয়েছে ঋদ্ধির। খুব বেশি হলে আর ২-৩ বছর খেলবেন। ত্রিপুরার হয়েই হয়তো ঘরোয়া ক্রিকেটে ইতি টানবেন। কিন্তু পরবর্তীকালে বাংলার কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন? শনিবার সিএবি থেকে বেরোনোর সময় ঋদ্ধি জানিয়েছিলেন, সিএবি এই বিষয়ে কিছু জানালে তখন তিনিও ভাববেন। তবে সেটা অবশ্য অনেক পরের কথা। আপাতত কোনও অঘটন না ঘটলে ঋদ্ধির পরবর্তী গন্তব্য হতে চলেছে ত্রিপুরা।