আজকাল ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপে ব্রাজিল এবার অন্যতম ফেভারিট।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ বাছাইপর্বে অপরাজিত থেকে কাতারের টিকিট পাওয়া সার্বিয়া। দোহার লুসেইল স্টেডিয়ামে আজ ‘জি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল-সার্বিয়া মুখোমুখি হবে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়। ম্যাচের আগে ব্রাজিলকে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন সার্বিয়ান কোচ দ্রাগান স্তয়কোভিচ। তাঁর দাবি, তাঁরা কাউকেই ভয় পান না। সাংবাদিক সম্মেলনে সার্বিয়ার কোচ বলেন, 'ব্রাজিল দারুণ দল, পৃথিবীর অন্যতম সেরা। আমার মতে তাঁদের একটা সোনালি প্রজন্ম আছে। খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। খেলাটা শুরু হবে ০-০ তে, আমাদের জয়ের সুযোগ আছে। আমরা কাউকে ভয় পাই না, এমনকী ব্রাজিলকেও না।' তবে নেইমারদের অবশ্য বিশ্বকাপের অন্যতম দাবিদার মানছেন তিনি। এই প্রসঙ্গে বলেন, 'ব্রাজিল ব্যক্তিগত এবং দলগতভাবে দারুণ দল। তাঁরা নিশ্চিতভাবেই বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই। আমরা ব্রাজিলের কোয়ালিটি দেখছি, তবে একই সঙ্গে নিজেদেরও। দেশকে গর্বিত করতে চাই এবং নিজেদের ধরনের ফুটবল খেলতে চাই।' সৌদি আরব, জাপানকে দেখে স্বপ্নের জাল বুনতে শুরু করেছে সার্বিয়াও।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের