আজকাল ওয়েবডেস্ক: দু’জনে একসময়ে বল হাতে তাণ্ডব চালিয়েছেন। একজন রিভার্স সুইংয়ের যাদুকর। আরেকজনের গতি। চোখে মুখে প্রকাশ পেত প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আতঙ্ক। ওয়াসিম আক্রম এবং ব্রেটলি। এখন দু’জনেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দু’জনেই এখন ধারাভাষ্য দেন। চলতি পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার সিরিজেও ওয়াসিম আক্রম এবং ব্রেটলিকে ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে। শুক্রবার ধারাভাষ্য দিতে গিয়েই ব্রেটলিকে একটি লাল বল উপহার দিলেন ওয়াসিম। তবে এই বল কোনও যেমন–তেমন বল নয়। উপহার দেওয়ার মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্রেটলি লিখেছেন, ‘ধন্যবাদ সুইংয়ের সুলতান। এটাই কি তোমার এতগুলো উইকেটের রহস্য?’ সেই ভিডিওটিতেই ব্রেটলি দেখিয়েছেন, কেন এই বলটি টেস্টের লাল বলের চেয়ে আলাদা। বলটির ওপরের অংশটি ঘুরিয়ে খোলা যায়। সেটি খুললেই দেখা যাবে, এটি আসলে কোনও বল নয়। এটা পারফিউম। ব্রেটলিকে সেই পারফিউমটি গায়ে মাখতেও দেখা গিয়েছে ভিডিওটিতে। ওই বলটিতে ওয়াসিম আক্রমের টেস্ট উইকেট সংখ্যাও সোনালি রঙ দিয়ে খোদাই করে লেখা আছে। ওয়াসিম আক্রমের দেওয়া এই উপহারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন অনেকে। দুই বোলারের বন্ধুত্বেরও প্রশংসা করেন অনেকে।