Virat Kohli: কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতে কি রঙের জার্সি পড়ে নামবে বিরাটরা? 

আজকাল ওয়েবডেস্ক:‌ কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতে বিরাটদের জার্সির রং বদল হচ্ছে। আইপিএলের দ্বিতীয় পর্বে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নীল রঙের জার্সি পরে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জার্সিতে থাকবে কোভিড বিধি মেনে চলার বার্তাও। সাধারণত বিরাটদের জার্সির রং লাল। তবে প্রতি বছর পরিবেশ সুরক্ষার বার্তা দিয়ে একটি ম্যাচ সবুজ জার্সিতে খেলে আরসিবি। এবার সেই রং বদলে হবে নীল।

 কোভিডের জন্য বাতিল হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার টেস্ট। তাই নির্ধারিত সময়ের আগেই আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে প্লেয়াররা। এবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার সম্ভবনা ছিল ভারতের। কিন্তু কোভিড বাধা সেধেছে। সেই আক্ষেপ এখনও যায়নি টিম ইন্ডিয়া অধিনায়কের। তবে আপাতত আইপিএলে ফোকাস করতে চান।
 
আইপিএলের প্রথম পর্বে কোভিড মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাসপাতালগুলোকে ৭৫ কোটি দেওয়ার পাশাপাশি  অক্সিজেন কনসেনট্রেটর, স্যানিটাইজার বিলি করেছিল আরসিবি কতৃপক্ষ। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পরিবেশ সুরক্ষার বদলে নীল জার্সি পড়ে কোভিড যোদ্ধাদের উৎসর্গ করা হবে একটি ম্যাচ।