India-South Africa: কাল নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে বিরাট, রাহুল, দলে একাধিক পরিবর্তন

আজকাল ওয়েবডেস্ক: আবার বিশ্রাম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে বিরাট কোহলি এবং কেএল রাহুলকে। রবিবার এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় টি-২০ বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা সেরে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই কোহলি এবং রাহুলকে  না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন নেতার জায়গায় দলে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। তবে রাহুলের পরিবর্তে কে ওপেন করবে এখনও জানা যায়নি। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ঋষভ পন্থ বা সূর্যকুমার যাদবকে। ব্যাট করার বিশেষ সুযোগ পাচ্ছেন না পন্থ। তাই রাহুলের অনুপস্থিতিতে তাঁকে ওপেন করতে পাঠানো হতে পারে।

ইন্দোরে সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজও। তবে টি-২০ বিশ্বকাপের প্রাক্কালে এখনও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া কতটা যুক্তিসম্মত সেটা সময়ই বলবে। কারণ মোমেন্টাম ধরে রাখতে সাধারণত প্রথম চার ব্যাটারকে এরকম গুরুত্বপূর্ণ সময় কখনোই বিশ্রাম দেওয়া হয় না। তবে সিরিজের শেষ ম্যাচে পার্মুটেশন কম্বিনেশন করে সেরা প্রথম একাদশ বেছে নিতে চাইবেন রোহিত এবং দ্রাবিড়। দু'জনকেই চিন্তায় রাখছে বোলিং। সিরিজ জিতলেও ভারতীয় বোলিং নিয়ে ছেলেখেলা করেছেন ডেভিড মিলার। এখনও ছন্দ ফিরে পাননি হর্ষল প্যাটেল।‌ প্রত্যেক ম্যাচে বেধরক মার খাচ্ছেন। অন্যদিকে অর্শদীপ সিং, দীপক চাহার শুরুটা ভাল করলেও ডেথ ওভারে খেই হারিয়ে ফেলছেন। তাই মঙ্গলবার সিরাজকে দেখে নেওয়া হতে পারে। 

আকর্ষণীয় খবর