India vs Australia: ‘‌চাহারকে বসিয়ে রেখে কেন উমেশকে খেলানো হল!‌’‌ টিম ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন সানির 

আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর ভয়ানক ক্ষুব্ধ সুনীল গাভাসকার।

দল নির্বাচন নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন তিনি। প্রথমত, কোভিডের জন্য মহম্মদ সামি সিরিজে নেই। তাহলে বুমরাকে কেন খেলানো হল না। দ্বিতীয় প্রশ্ন, দলে যখন দীপক চাহার রয়েছে, যে বিশ্বকাপে স্ট্যান্ড বাই আছে, তাকেও না খেলিয়ে কেন উমেশ যাদবকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলানো হল?‌ যে উমেশ বিশ্বকাপের দল বা স্ট্যান্ড বাই কোথাও জায়গা পাননি। সানির কথায়, চাহার তো বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছে। কোনও পেসার চোট পেলে সে দলে ঢুকবে। তাহলে কেন উমেশ যাদবকে খেলানো হল। সানি বলে দিলেন, ‘এই প্রশ্নটা টিম ম্যানেজমেন্টকে করা উচিত। যেখানে উমেশ যাদব বিশ্বকাপের দলে নেই, স্ট্যান্ড বাই হিসেবেও সুযোগ পায়নি। তাহলে কোন যুক্তিতে চাহারকে না খেলিয়ে উমেশকে খেলানো হল!‌ যেখানে চাহার স্ট্যান্ড বাই রয়েছে টি২০ বিশ্বকাপে।’‌ সানির কথায়, ‘‌মানছি দীপক চাহারও চোট সারিয়ে ফিরেছে। কিন্তু বড় টুর্নামেন্টের এই চিন্তাভাবনা তো করতে হবে। এখন ধরুন বিশ্বকাপ খেলতে গিয়ে কেউ চোট পেয়ে গেল। তখন চাহার দলে ঢুকল। কিন্তু ম্যাচ অনুশীলন না থাকলে চাহারেরও তো সমস্যা হয়ে যাবে।’‌ এরপরই সানির কটাক্ষ, ‘‌সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নটা করা উচিত। কেন চাহার থাকতে খেলানো হল উমেশকে?‌’‌ 


‌‌

আকর্ষণীয় খবর